ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ২ শিক্ষককে অব্যাহতি, সমাবর্তন বক্তা পরিবর্তন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
ঢাবির ২ শিক্ষককে অব্যাহতি, সমাবর্তন বক্তা পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর নোটিশ দিলেও যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন বক্তা পরিবর্তন করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডকেট সদস্য মো. হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

অব্যাহতিপ্রাপ্ত দুই শিক্ষক হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাশফিকুর রহমান খান এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক তামান্না আফরিন রিমি। এই ইস্যুতে বেশ কয়েকজন শিক্ষককে চাকরিতে যোগদান করতে আট সপ্তাহের সময় বেঁধে দেওয়া দেওয়া হয়েছে।

অন্যদিকে ৬ অক্টোবর অনুষ্ঠেয় সমাবর্তনের বক্তা হিসেবে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে রাখার সিদ্ধান্ত হয়েছে। গত ৩০ এপ্রিল সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘সমাবর্তন বক্তা’ হিসেবে লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত লেমাহ গবায়েইকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব হয়েছিল।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ