ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২৭ বছর পর ৪২০ জন সহকারী শিক্ষকের পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
২৭ বছর পর ৪২০ জন সহকারী শিক্ষকের পদোন্নতি শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪২০ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ৩৬৮ জনকে সহকারী প্রধান শিক্ষক ও ৫২ জনকে সহকারী জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে সোমবার (১৭ সেপ্টেম্বর) এ পদোন্নতির আদেশ জারি করেছে।

পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে ১৭২ জন হলেন নারী শিক্ষক।


 
সহকারী শিক্ষক/শিক্ষিকা পদটি ১০ম গ্রেডের ও দ্বিতীয় শ্রেণীর পদ। পদোন্নতিপ্রাপ্তরা ৯ম গ্রেড এবং প্রথম শ্রেণীতে ।
 
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ১৯৯১ সালের ২৫ মে বা এর আগে যারা যোগদান করেছেন, তাদের মধ্য থেকে এ পদোন্নতি দেওয়া হয়েছে। দীর্ঘ ২৭ বছর বা তার বেশি সময় এ সব শিক্ষকরা একই পদে কর্মরত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ