ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ডাব পাড়া নিয়ে ছাত্রলীগ-শিক্ষার্থীর হাতাহাতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
রাবিতে ডাব পাড়া নিয়ে ছাত্রলীগ-শিক্ষার্থীর হাতাহাতি

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের ডাব পাড়াকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের কয়েকজনের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারুকলা অনুষদের শিক্ষার্থী পুলক কয়েকজন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংলগ্ন পুকুর পাড়ে ডাব পাড়তে আসেন।

এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গোফরান গাজী ডাব পাড়তে তাদের নিষেধ করলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।  

রাবি ছাত্রলীগের সহ-সভাপতি গোফরান গাজী বলেন, পুলক বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ডাব পাড়তে আসেন। তাদের নিষেধ করলে তারা আমাদের ধাওয়া দেয়।  এসময় কলা অনুষদের যুগ্ম-সম্পাদক নাহিদসহ আমি আহত হয়েছি।

এদিকে পুলকের বাবা তাজুল ইসলাম জানান, তার ছেলে সহপাঠীদের সঙ্গে ক্যাম্পাসে ডাব পাড়ছিল। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পুলককে মারধর করে। পরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে গিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এ বিষয়ে তিনি দেখা করেন।

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, পুলকের বাবা আমাদের কাছে গিয়েছিলেন। এ নিয়ে সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি পরে মীমাংসা করে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসএস/এএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ