ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পানির দাবিতে মধ্যরাতে উত্তপ্ত ইবির ছাত্রী হল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
পানির দাবিতে মধ্যরাতে উত্তপ্ত ইবির ছাত্রী হল পানির দাবিতে মধ্যরাতে উত্তপ্ত ইবির ছাত্রী হল। ছবি: বাংলানিউজ

ইবি: পানির দাবিতে মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর ) রাত ১১টা থেকে পানির দাবিতে হলের আবাসিক ছাত্রীরা আন্দোলন শুরু করে।

পরে রাত ১২টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান হলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান আগামী শুক্রবারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে ছাত্রীরা আন্দোলন স্থগিত করে নিজ নিজ কক্ষে ফিরে যান।

ওই হলের ছাত্রীরা জানায়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে পানির সমস্যা চলছে। বিভিন্ন সময় প্রায় ৫ থেকে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে পানি থাকে না। আবার কখনো কখনো নোংরা পানি আসে। বিষয়টি নিয়ে একাধিক বার হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমানকে অবহিত করার পরও কোনো সমাধান করেনি তিনি। মঙ্গলবার এ সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করে। সারাদিন পানি না পেয়ে বাধ্য হয়ে রাত ১১টার দিকে আন্দোলনে নামেন ওই হলের আবাসিক ছাত্রীরা। এ সময় তারা বালতি-জগ নিয়ে পানির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষুব্ধ ছাত্রীরা হল গেট পেরিয়ে বাইরে আসতে চাইলে সহকারী প্রক্টর নাসিমুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হলের ভেতর নিয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ঘটনাস্থলে এসে আন্দোলনরত ছাত্রীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন।

হলের আবাসিক শিক্ষার্থী ফারহানা মিলি বাংলানিউজকে বলেন, গত একবছর আগে হলে উঠার পর পরই দেখে আসছি পানির সমস্যা। কখনো একাধারে ৫ থেকে ৬ ঘণ্টা পানি আসে না। আবার কখনো টেপ দিয়ে নোংরা পানি। একাধিকবার হল প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি। আজকেও সকাল থেকে হলে পানি নেই। এরফলে আমাদের গোসলসহ অন্যান্য নিত্যনৈমত্তিক কাজ বন্ধ হয়ে যায়। তাই বাধ্য হয়ে আমাদের আন্দোলনে নামতে হয়েছে।

ছাত্রীদের অভিযোগের সত্যতা স্বীকার করে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন,বেশ কিছুদিন থেকেই আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি কিন্তু প্রকৌশল অফিসের যথাযথ সাহায্য পাচ্ছি না। ফলে স্থায়ী কোনো সমাধানে আসতে পারছি না। পাইপলাইনে সমস্যার কারণে সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে। আশা করি, শুক্রবারের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ