ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ করতে হবে বার্ষিক পরীক্ষা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ করতে হবে বার্ষিক পরীক্ষা  পরীক্ষার হরে শিক্ষার্থীরা/ফাইল ফটো

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সামনে রেখে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।
 
আগামী ডিসেম্বরের শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

আগামী মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
 
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর শুরু হয়ে তা শেষ হওয়ার কথা ১১ ডিসেম্বর। ফল প্রকাশ ৩০ ডিসেম্বর।
 
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ