ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ভর্তি

ডিভাইস সহায়তা পেতে ৪ লাখ টাকা চুক্তি করে হৃদয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ডিভাইস সহায়তা পেতে ৪ লাখ টাকা চুক্তি করে হৃদয় ভর্তি পরীক্ষা (ফাইল ফটো)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘ডিভাইস’র মাধ্যমে বাইরে থেকে সহায়তা নিতে জালিয়াত চক্রের সঙ্গে চার লাখ টাকা চুক্তি করেছিল পরীক্ষার্থী হৃদয় জামান।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা চলাকালে কলা ভবনের ছয় তলার কেন্দ্র থেকে আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানায় হৃদয়।

আটক করার সময় হৃদয়ের কাছে একটি ডিভাইস পাওয়া যায়।

তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে বাংলানিউজকে জানায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্র।

হৃদয় দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মাধবপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

হৃদয় জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদমান নামে এক বহিষ্কৃত শিক্ষার্থীর মাধ্যমে জালিয়াত চক্রের সঙ্গে ওই চুক্তি হয় তার। চুক্তি অনুযায়ী সাদমানই তাকে ডিভাইস সরবরাহ করে।

এই সাদমানকে আটকের চেষ্টা চলছে বলেও জানানো হয় প্রক্টর অফিস থেকে।

আরও পড়ুন>>> ঢাবির ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ আটক ২

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসকেবি/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।