ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান ড. আনোয়ার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
ইবির ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান ড. আনোয়ার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন সভাপতির যোগদান

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন। 

রোববার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের সভাপতির কার্যালয়ে সদ্য বিদায়ী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করেন।

বিভাগীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০১৫ তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতির দায়িত্ব দেন।

রোববার অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিভাগের সভাপতি হিসেবে তার মেয়াদ (তিন বছর) পূর্ণ করেন।

বিভাগের প্রভাষক নুসরাত জাহানের উপস্থাপনায় ও সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজোয়ানুল ইসলাম, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।