ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
ইবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ২০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সাইদুর রহমান।  

এসময় সেখানে ইউনিট সমন্বয়কারীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩টি বিভাগের মোট এক হাজার ৩৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে তিন হাজার ৮১০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাস করেন।

মোট তিনটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে (বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা) মোট ৩৪৯টি আসনের বিপরীতে ছয় হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মোট এক হাজার ৩৯৬ জন শিক্ষার্থী পাস করেন।

দ্বিতীয় শিফটে (দুপুর ২টা থেকে ৩টা) মোট ৩৪৮টি আসনের বিপরীতে ছয় হাজার ৩৩১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মোট এক হাজার ৬২ জন শিক্ষার্থী পাস করেন।

এছাড়া তৃতীয় শিফটে (বিকেল ৪টা থেকে ৫টা) মোট ৩৩৮টি আসনের বিপরীতে ছয় হাজার ১৩৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মোট এক হাজার ৩৫২ জন শিক্ষার্থী পাস করেন।  

‘বি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ww.iu ac.bd -তে পাওয়া যাবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।