ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির প্রশাসনিক ৩ পদে রদবদল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
কুবির প্রশাসনিক ৩ পদে রদবদল

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর নতুন অতিরিক্ত পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগের বিষয়ে জানা যায়।

এতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া।

নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহাকারী অধ্যাপক বনানী বিশ্বাসকে।

অফিস আদেশে বলা হয়, নিয়োগ প্রাপ্তদের দায়িত্ব যোগদানের তারিখ হতে কার্যকর হবে। এছাড়া এ দায়িত্ব পালনের জন্য তারা বিধিমালা মোতাবেক আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।