ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বিকেলে

ঢাকা: ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ করা হবে।

এদিন বিকেল ৪টায় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নতুন পদ্ধতিতে গত ১১ অক্টোবর দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর সরকারি ৩৬টি সরকারি মেডিক্যাল কলেজে চার হাজার ৬৮ আসন ও ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজে ছয় হাজার ৩৩৬ আসনসহ মোট ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে। যা গত বছরের তুলনায় সাত হাজার ৯ জন বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগে আট পৃষ্ঠা থাকলেও এবছর মাত্র দুই পাতার প্রশ্ন ও উত্তপত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়। আর প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র ছিল ভিন্ন। এজন্য ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হলো।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।