ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ৩ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
শাবিপ্রবিতে ৩ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শাবিপ্রবিতে ৩ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা

শাবিপ্রবি (সিলেট): ‘যুক্তিতে জাগ্রত করি নিদ্রিত মেধা, অর্জিত হোক বাকস্বাধীনতা’ এ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৩ দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (এসইউডিএস) আয়োজনের মধ্য দিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।

শনিবার রাত ৮টা পর্যন্ত প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।

২য় দিন রোববার (২০ অক্টোবর) সেমিফাইনাল রাউন্ড ও সর্বশেষ ৩য় দিন (২১ অক্টোবর) ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। পরে একই স্থানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এবারের প্রতিযোগিতায় মোট ১৪টি দল অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।