ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী আর্কিটেকচার বিভাগ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
শাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী আর্কিটেকচার বিভাগ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (এসইউডিএস) উদ্যোগে আয়োজিত ১৭তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আর্কিটেকচার বিভাগ।

মঙ্গলবার  (২২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।  

চূড়ান্ত পর্বে আর্কিটেকচার বিভাগ লোকপ্রশাসন বিভাগকে ৫-৩ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আর্কিটেকচার বিভাগের হয়ে বিতর্ক করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী তন্ময় দে, সুমাইয়া ইসলাম ঐশী, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নোশিন তুরা। অনুষ্ঠান শেষে একই স্থানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও ট্রফি তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. হিমাদ্রী শেখর রায়, এসইউডিএস’র মডারেটর অধ্যাপল ড. জায়েদা শারমীন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন এসইউডিএস’র সাবেক সভাপতি তানভীর খান, সাধারণ সম্পাদক নুর-ই জান্নাত নিতুসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা।

এবারের আন্তঃবিভাগ এ বিতর্ক প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ