ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গৌর-ভূটান পরিষদের ইশতেহার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
গৌর-ভূটান পরিষদের ইশতেহার ঘোষণা বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)

ঢাকা: বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নির্বাচন-২০১৯’র গৌর-ভূটান পরিষদের নির্বাচনী প্যানেল পরিচিতি ও ইশতেহার ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই ইশতেহার ঘোষণা এবং গৌর চন্দ্র মণ্ডল ও ফজলুর রহমান ভূটান পরিষদের প্যানেল পরিচিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষকেরা।

নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন গৌর চন্দ্র মণ্ডল।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা ফজলুর ভূটান, আবদুস সালাম, সৈয়দ হাফিজুর রহমান, মো. শাহ আলম, জামাল উদ্দিনসহ ঢাকা মহানগর কমিটির নেতারা।

গৌর-ভূটান পরিষদের নির্বাচনী ইশতেহারে মাধ্যমিক শিক্ষা ক্যাডার গঠন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, শিক্ষক পদ বিভাজন সংস্কার, নতুন পদসৃষ্টি, শিক্ষকদের মর্যাদা ও সুযোগ সুবিধা বৃদ্ধি, নতুন আত্মীয়করণ বিধিমালা প্রণয়ন, সহকারী উপজেলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে ন্যায্য হিস্যা রক্ষার উদ্যোগ গ্রহণ, শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়নসহ ২৪ বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯  
পিএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ