ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ১ হাজার ২০ শিক্ষার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
শেকৃবিতে ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ১ হাজার ২০ শিক্ষার্থী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনের ছবি/ সংগৃহীত

ঢাকা: শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি ও তাদের মেধার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। 

রোববার (২৭ অক্টোবর) ২০০৩ থেকে ২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিশেষ অতিথি থাকবেন শেকৃবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেকৃবির ভাইস-চ্যান্সেলর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

শেকৃবি’র জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম জানান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট অর্ডিন্যান্স অনুযায়ী ২০০৩ থেকে ২০১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতি লেভেলের ১ম ও ২য় সেমিস্টারের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৭৫ এবং ২০১৫ থেকে ২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৮০ অর্জনকারী মোট এক হাজার ২০ জন শিক্ষার্থী ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। এ মধ্যে ৫৫২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। ডিন’স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য রেজিস্টার্ড ৫৫২ জন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে।  

অবশিষ্ট ৪৬৮ জন শিক্ষার্থীর লিস্ট বিজ্ঞাপিত হলে কৃষি অনুষদে উপরোল্লেখিত মানদণ্ড অনুযায়ী মার্কশিটসহ আবেদনপত্র জমা দিয়ে অ্যাওয়ার্ড সার্টিফিকেট গ্রহণ করা যাবে।
 
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ