ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাটকল শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
পাটকল শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি (সিলেট): খুলনায় অনশনে পাটকল শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করেন ।

মিছিলটি ক্যাম্পাসের এক কিলো রোড ধরে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

পরে এক সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের পরিবেশ আন্দোলন ও দূষণমুক্ত পৃথিবী গড়তে পাটের গুরুত্ব অনেক। কিন্তু অবহেলা ও দুর্নীতির কারণে আমাদের দেশের সম্ভাবনাময় পাট শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। এ সময় পাট শিল্প রক্ষা করার উদ্যোগ না নিলে একদিন তা বিলীন হয়ে যাবে।

এসময় তারা পাটকল শ্রমিকের বকেয়া বেতন আদায় ও অন্য দাবি নেয়া এবং মৃত শ্রমিকের দায়ভার নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে বকেয়া বেতন আদায় ও অন্য বিভিন্ন দাবিতে খুলনার নয়টি পাটকলের শ্রমিকরা অনশন করে আসছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনশনে অসুস্থ হয়ে প্লাটিনাম জুট মিলের শ্রমিক আব্দুস সাত্তার মারা যান।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।