ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুকৃবি অস্থায়ী ছাত্রী হলের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
খুকৃবি অস্থায়ী ছাত্রী হলের উদ্বোধন

খুলনা: খুলনা মহানগরীর বয়রা এলাকার জলিল সরণিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) অস্থায়ী ছাত্রী হলের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে  খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এ হলের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির ফসল।

প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নে প্রতিষ্ঠিত নতুন এই বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছ।

ছাত্রী হলের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে উপযুক্ত দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে মেয়র খালেক বলেন, এক্ষত্রে ছাত্রীদেরও সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে পড়াশোনাই হবে তাদের অগ্রধিকার।

খুকৃবি-এর উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, খুসিক-এর প্রধান নির্বাহী পলাশ কান্তি বালা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।