ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা: জাবি ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
করোনা: জাবি ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকায় কর্মহীন ও নিম্ম আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ক্যাম্পাসের ডেইরি গেট ও বিশমাইল এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন নেতাকর্মীরা।

করোনায় সামাজিক নিরাপত্তা বজায় রাখতে তিন শতাধিক পরিবারের মধ্যে এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ইত্যাদি বিতরণ করেন তারা।

এ সময় শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহীম খলীল বিপ্লব, মিজানুর রহমান রনি, সাইফুল ইসলাম সাগর, হল কমিটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণ, আব্দুল কাদের মার্জুক, সামছুল ইসলাম, ইকবাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।