ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডেঙ্গু প্রতিরোধে এখনই সতর্ক ঢাবি কর্তৃপক্ষ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
ডেঙ্গু প্রতিরোধে এখনই সতর্ক ঢাবি কর্তৃপক্ষ! মশা

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের চোখ রাঙানি শুরু হয়েছে বাংলাদেশে। এরইমধ্যে আক্রান্তের সংখ্যা ৮৮ জনে পৌঁছেছে।

মারা গেছেন ৯ জন। এই ভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষার জন্য সরকার প্রথমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়।

যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধের এই সময়টা কাজে লাগাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রায় এক যুগ পর বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হওয়ায় ভালোভাবে ক্যাম্পাস পরিষ্কার করে আসন্ন ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।

গেল বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশজুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন অনেকে। তখন শিক্ষার্থীরা হল কর্তৃপক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে নিয়মিত কর্মসূচি না চালানোর অভিযোগ তোলেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত। সে কারণে নতুন নির্বাচিত কমিশনার বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোতে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করেন। আবাসিক এলাকায় জীবাণুনাশক দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসও এই কর্মসূচির সমন্বয় করছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষদের সভায়ও বন্ধের সময়ে হল পূর্ণাঙ্গভাবে পরিষ্কার করার জন্য উপাচার্যের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাস্টার দা সূর্য সেন হলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালেব বাংলানিউজকে বলেন, আমরা হল বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীদের নিয়ে হল পরিষ্কার করার উদ্যোগ নিই। তিনদিন হলের সবকিছু পরিষ্কার করা হয়েছে। এখন যেহেতু শিক্ষার্থী নেই, সেভাবে ময়লা হয় না। হল খোলার পর সব পরিচ্ছন্ন থাকবে। গত বছরও আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় হল পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি। নিয়মিত ফগার মেশিন দিয়ে স্প্রে করা হতো।

পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়মিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী তৈয়ব উদ্দীন বলেন, প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গত বছর আমাদের হলের একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব কর্মসূচি যেন অব্যাহত রাখে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, হলগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে গত সভায়ও আলোচনা হয়েছে। গাছপালা ছাঁটাই, ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে যেন মশা প্রজননের সুযোগ না পায়। ক্যাম্পাসে সিটি করপোরেশনের পক্ষ থেকেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় হলগুলোতে জোরালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চলমান রয়েছে। একইসঙ্গে এটি আবাসিক এলাকা হওয়ার কারণেও পরিষ্কার রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করছে। যাতে ডেঙ্গুর মৌসুমে এডিস মশা বিস্তার ঘটাতে না পারে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা এপ্রিল ০৬, ২০২০
এসকেবি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।