ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করবে ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ১৪, ২০২০
করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করবে ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স (কার্স) ভবনের কনফারেন্স রুমে মতবিনিময় সভা।

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কোভিড-১৯) জিনোম সিকোয়েন্সিং ও মানবদেহে এর ভিন্নমাত্রার প্রভাব নিয়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স (কার্স) ভবনের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্য রাখেন করোনা ভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান।

প্রাথমিক পর্যায়ে ১০০টি জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ করা হবে বলে জানান তিনি। পরবর্তীকালে ফান্ড পেলে এটি অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হক। এসময় সংশ্লিষ্ট গবেষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> এই প্রথম করোনার জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করলো বাংলাদেশ

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ১৪, ২০২০
এসকেবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।