ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান ঢাবি উপাচার্যের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান ঢাবি উপাচার্যের ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

এ উপলক্ষে তিনি সবার সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও অনাবিল মঙ্গল কামনা করেন।

একইসঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও গণজমায়েত এড়িয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল আজহা উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সবার প্রতি আহ্বান জানান। সততা, প্রজ্ঞা, ধৈর্য ও সাহসিকতার সঙ্গে করোনা ভাইরাস মহামারির সব দুর্যোগ কাটিয়ে ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।