রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শিক্ষার্থীদের বই নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে চালু হলো নতুন প্রযুক্তি ‘কোহা’।
রোববার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে উদ্ভাবিত এই নতুন প্রযুক্তির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েটের লাইব্রেরি অটোমশন প্রক্রিয়া আনার জন্যই কোহার উদ্ভাবন করা হয়েছে। কোহার মাধ্যমে এখন শিক্ষার্থীরা সহজেই বই নিতে পারবে। এমনকি বই সম্পর্কে যাবতীয় তথ্য কোহার মাধ্যমে তারা সহজেই জানতে পারবে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রক্রিয়া আরও সহজ হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ফারুক হোসেন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. আলী হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক মামুনুর রশীদ ও আবু সাঈদ, কেন্দ্রীয় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এনটি