ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আল্টিমেটাম পরবর্তী সিদ্ধান্ত নেয়নি ঢাবির আন্দোলনকারীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
আল্টিমেটাম পরবর্তী সিদ্ধান্ত নেয়নি ঢাবির আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: মার্চের ১ তারিখের মধ্যে হল খোলার দাবিতে দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম পরবর্তী সিদ্ধান্ত নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চাইলে আন্দোলনকারীদের মুখপাত্র জোনায়েদ আলম একথা জানান।

 

বাংলানিউজকে তিনি বলেন, আমাদের আল্টিমেটাম এখনো বহাল আছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই বসবো। প্রশাসনের সঙ্গেও কথা বলবো। তারপর আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।