ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবির ক্লাস ছুটি ৮৭ দিন, অফিস ২৫ দিন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবির ক্লাস ছুটি ৮৭ দিন, অফিস ২৫ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের (জুলাই ১-জুন ৩০) নতুন ছুটির তালিকা প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ক্লাস ছুটি থাকছে ৮৭ দিন আর বিশ্ববিদ্যালয়ের অফিস ছুটি ২৫ দিন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিভিন্ন দফতরে পাঠানো ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এ তালিকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদন করা হয়।

ছুটির তালিকায় দেখা গেছে, ঈদুল আজহা (৮দিন), দুর্গাপূজা, শরৎকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে (১০দিন), শীতকালীন ছুটি (১৭ দিন) ও ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি ৪০ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাকি ছুটিগুলো ১ দিন করে।

বিশ্লেষণে দেখা গেছে, গত তিন বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় তেমন পরিবর্তন হয়নি। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৮৮, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৮৬ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে ৮৭ দিন ক্লাস ছুটি রাখা হয়েছে।

ছুটির তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।