ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আবাসিক হলে থাকতে পারবেন না ভর্তিচ্ছুরা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
আবাসিক হলে থাকতে পারবেন না ভর্তিচ্ছুরা ইবি কেন্দ্রীয় অডিটোরিয়াম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

তাদের আবাসন ব্যবস্থা নিজেদের নিশ্চিত করেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

শনিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নি বলেন, 'আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। হলে আবাসিক শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করেই প্রবেশ করানো হয়েছে। এমতাবস্থায় ভর্তিচ্ছুদের রাখলে আবাসিক শিক্ষার্থীরা ঝুঁকিতে থাকবে। তাছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি থেকেও শিক্ষার্থীদের নিজ ব্যবস্থাপনায় পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশনা রয়েছে।

রোববার (১৭ অক্টোবর) থেকে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রথমদিনে 'এ' (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের ৭টি ভবনে ৭হাজার ৮৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

আগামী ২৪ অক্টোবর 'বি' ইউনিট (মানবিক) ও সি (ব্যবসায়) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে মোট ১৩হাজার ২০৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশ নেবেন। প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা ‘ডি’ ইউনিটের আওতায় আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এ অনুষদ না থাকায় স্বতন্ত্রভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (১৭ অক্টোবর) এর আবেদন প্রক্রিয়া শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।