ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে শিক্ষার্থী‌দের আন্দোলন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
গোপালগঞ্জে শিক্ষার্থী‌দের আন্দোলন প্রত্যাহার

গোপালগঞ্জ: বিশ্ববিদ্যালয় প্রশাস‌নের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষি‌তে চলমান আন্দোলন প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সেখানে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে শিক্ষাথীদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় বলে বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র আবিদ হোসেন নিশ্চিত করেছেন।

ভ‌র্তি ফি কামা‌নোসহ ৭ দফা দাবি‌তে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে আন্দোল‌নে নামেন গোপালগঞ্জের বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা। সেমিস্টার ফি, হল ফি, পরিবহন ফি কমানো ও বিভাগ উন্নয়ন ফি বাতিলসহ ৭ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন তারা। প্রশাস‌নিক ও একা‌ডে‌মিক ভব‌নের মূল ফট‌কে তালা দি‌য়ে‌ বি‌ক্ষোভ মি‌ছিল করেন শিক্ষার্থীরা।  

** ৭ দফা দাবিতে আন্দোলনে ব‌শেমুর‌বিপ্রবি শিক্ষার্থীরা

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।