ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুয়েটের হল খুলবে ১০ নভেম্বর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
বুয়েটের হল খুলবে ১০ নভেম্বর

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হল খুলে দেওয়া হবে আগামী ১০ নভেম্বর।

রোববার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহীদ স্মৃতি হল ব্যতীত সব আবাসিক হল স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

আবাসিক হলে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের কমপক্ষে ১ ডোজ করোনার ভ্যাকসিন নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ব্যাপারে আবাসিক শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে বুয়েট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।