ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৫৯৩ দিন পর শাবিপ্রবিতে সশরীরে ক্লাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
৫৯৩ দিন পর শাবিপ্রবিতে সশরীরে ক্লাস

শাবিপ্রবি (সিলেট): দীর্ঘ ৫৯৩ দিন পর মঙ্গলবার (২ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। এদিন শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে ক্লাসে অংশ নেন।

এর আগে গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয় প্রশাসন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল আহসান বলেন, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। অনিশ্চিত একটা জীবন থেকে আবারও বন্ধু-বান্ধব, ক্লাস, ক্যাম্পাস, আড্ডা সবকিছু ফিরে পেয়ে অনেক আনন্দ লাগছে।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সিনথিয়া আফরোজা বলেন, আজকের দিনটা আমার কাছে ঈদের মতো লাগছে। সবাইকে ফিরে পেয়ে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হল। সবাইকে সঙ্গে নিয়ে আবারও গল্প, আড্ডা, ঘোরাঘুরি হবে ভাবতেই অন্যরকম ভালোলাগা কাজ করে। মনে হচ্ছে আবারও নতুনভাবে বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু করছি।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গত ২৫ অক্টোবর আমরা আবাসিক হলগুলি খুলে দিয়েছি। শিক্ষার্থীরা আজ (২ নভেম্বর) থেকে সশরীরে ক্লাস শুরু করেছে। তবে ক্যাম্পাসে অবস্থানকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান থাকবে।

তিনি বলেন, এরই মধ্যে অনলাইনে আমাদের শিক্ষার্থীদের দুই সেমিস্টারের ক্লাস, পরীক্ষা শেষ করতে পেরেছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেক প্রচেষ্টা ছিল, অন্যথায় এগুলো সম্ভব ছিল না। এখন যেহেতু সরাসরি ক্লাস শুরু হয়েছে, চেষ্টা করবো করোনার গ্যাপটা কিছুটা হলেও পূরণ করতে। আশাকরি এখন থেকে সব পরীক্ষা, ক্লাস সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।

উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী টিকার আওতায় এসেছেন। তবুও শতভাগ টিকা নিশ্চিত করতে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের জন্য পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এজন্য তাদেরকে ৪ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।