ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রদলের গুলিতে নিহত সনির নামে বুয়েটে হল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
ছাত্রদলের গুলিতে নিহত সনির নামে বুয়েটে হল

ঢাকা: ২০০২ সালে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো সাবেকুন নাহার সনির নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে। একই সঙ্গে নব নির্মিত ছাত্রী হলের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রাখা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত ছাত্রী হল ও বিদ্যমান ছাত্রী হলের নামকরণের বিষয়ে ০২-১১-২০২১ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৬তম সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত ছাত্রী হল হবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। তবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামের বিষয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন প্রয়োজন হবে। বিদ্যমান ছাত্রী হলের নাম হবে সাবেকুন নাহার সনি হল।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা নভেম্বর ০৪, ২০২১
এসকেবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।