রাবি: 'কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না, প্রেমের সুষম বণ্টন চাই' এমন সব অদ্ভুত স্লোগান দিয়ে প্রেমের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে 'প্রেম বঞ্চিত সংঘ'।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাদের বিক্ষোভ শুরু হয়।
প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইহতাসানুল হক ইবনুর বলেন, আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যারা ভণ্ডামি করেন, একসঙ্গে একাধিক প্রেম করেন, আমরা এর বিরোধী।
তিনি বলেন, আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় অনেকেই হতাশায় ভুগছেন। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
জেডএ