ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
রাবিতে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণিত বিভাগের ৫ জন এবং ফলিত গণিত বিভাগের ৩ জন কৃতি শিক্ষার্থীকে 'এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন' স্বর্ণপদক দিয়েছে।  

সোমবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই পদকে ভূষিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সাহেদ জামান ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মো. নুরুল আলম।  

গণিত বিভাগের সভাপতি প্রফেসর নাসিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফলিত গণিত বিভাগের সভাপতি প্রফেসর মো. আতিকুর রহমান।

স্বর্ণপদকপ্রাপ্ত গণিত বিভাগের শিক্ষার্থীরা হলেন- তৌহিদা (বিএসসি সম্মান, ২০১৮), মাহমুদা আক্তার (এমএসসি থিসিস, ২০১৮), শেখ রাজিয়া সুলতানা (এমএসসি, ২০১৮), মো. আলমগীর হোসেন (এমএসসি থিসিস, ২০১৮) ও আলফি জান্নাত (এমএসসি, ২০১৮)।

স্বর্ণপদকপ্রাপ্ত ফলিত গণিত বিভাগের শিক্ষার্থীরা হলেন- মো. সম্রাট আলী (বিএসসি সম্মান, ২০১৮), হোসনে আরা খাতুন (এমএসসি থিসিস, ২০১৮) ও মো. নজরুল ইসলাম (এমএসসি, ২০১৮)।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।