ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে ৭ দাবিতে শিক্ষকদের মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
বরিশালে ৭ দাবিতে শিক্ষকদের মানববন্ধন 

বরিশাল: শিক্ষা জাতীয়করণ ও শতভাগ উৎসব ভাতা দানসহ সাত দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। পরে তারা একই দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

সাত দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে  মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) আঞ্চলিক কমিটি।

সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি প্রণব কুমার বেপারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মুহম্মদ শফিউল আজম, অর্থ সম্পাদক মো. কামরুল হাসান ছালাম, বরিশাল জেলা কমিটির সভাপতি মো. শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা তাদের বাড়ি ভাড়া, অনুপাত প্রথা বালিত, ননএমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্ত করা এবং বেসসরকারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সরকারি শিক্ষকদের সঙ্গে মিল রেখে বেতন ভাতা দানের দাবি জানান।

মানববন্ধন শেষে একই দাবিতে শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ এপ্রিল ০৭, ২০২২
এমএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।