সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে যায়, বুধবার (২৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ একাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম গ্রীষ্মকালীন ছুটি বাতিলের প্রস্তাব উত্থাপন করেন। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেশনজট এড়াতে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন এ ছুটি বাতিলের প্রস্তাব করেন তিনি। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বাংলানিউজকে জানান, আগামী ১০ মে থেকে ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি ছিল। এ ছুটি বাতিল হওয়ায় ঈদুল ফিতরের ছুটির পর ১০ মে মঙ্গলবার থেকে একযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এসআরএস