ঢাকা: ঢাকা কলেজের শিক্ষার্থীদের চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
সোমবার (১৬ মে) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ঢাকা কলেজের একাদশ (সেশন: ২০২১ ২০২২) ও দ্বাদশ (সেশন: ২০২০-২০২১) শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের ক্লাস শুরুর আগে, ক্লাস চলাকালীন সময়ে এবং ছুটির পরে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ সংলগ্ন এলাকা (আড়ং, ফুটওভার ব্রিজ, স্টার কাবার, ধানমন্ডি ১ নম্বর রোড, সিটি কলেজের সামনের বাস স্ট্যান্ড ইত্যাদি), নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকায় কলেজ ড্রেস পরিহিত অবস্থায় অযথা ঘুরাঘুরি অবস্থান বা আড্ডা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হলো। এছাড়া কলেজ বাসে যাতায়াতের সময় ইভটিজিংসহ যে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো। কোন শিক্ষার্থী নিয়ম ও শান্তি-শৃঙ্খলা বিরোধী কোন কর্মকাণ্ডে জড়িত হলে কলেজ কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করলে তার জন্য কলেজ কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ১৬, ২০২২
এসকেবি/এনএইচআর