ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ২৬, ২০২২
শাবিপ্রবিতে উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বাফসা) উদ্যোগে রোববার (২৯ মে) ‌‘উদ্যোক্তা ও উদ্ভাবন’ বিষয়ক শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাফসার কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ফাহমিদা সুলতানা।

 

রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ফাহমিদা সুলতানা বলেন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান উদ্যোক্তাদের নিয়ে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে পড়াশোনার পাশাপাশি কীভাবে উদ্যোক্তা হওয়া যায় সে বিষয়ে আলোচলা করবেন উদ্যোক্তারা। তারা নিজেদের সফলতার গল্প নতুন উদ্যোক্তাদের বাধা অতিক্রমে সাহস জোগাবে। সেমিনারে নতুন উদ্যোক্তারা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।