ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশনায় লেখা আহ্বান ডুয়ার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশনায় লেখা আহ্বান ডুয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশনার জন্য লেখা আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।

বুধবার (২০ জুলাই) অ্যাসোসিয়েশন প্রকাশনা উপকমিটির আহ্বায়ক জহুরা বেগম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, আগামী ১৫ আগস্ট ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রকাশনা ‌‘যাত্রিক’র একটি বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।  

এ সংখ্যার মূল প্রতিপাদ্য: ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ও তাঁর পরিবার। প্রতিপাদ্যের সঙ্গে সম্পর্কযুক্ত আপনার পছন্দ অনুযায়ী একটি লেখা (১৫০০ শব্দের মধ্যে) আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। ই-মেইল: jatrickduaa@gmail.com অথবা সিনেট ভবনস্থ অ্যালামনাই অফিসে লেখা পাঠানো যাবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ