ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আব্দুল ওহাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
বরিশালে বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আব্দুল ওহাব

পটুয়াখালী: বরিশাল বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল ওহাব মিয়া।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে সারাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে সরকার ও স্থানীয় প্রশাসন শিক্ষক শিক্ষার্থীদের পুরস্কৃত করে।

মঙ্গলবার (২৬ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিভাগীয় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষককে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

এসময় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আব্দুল ওহাব মিয়া এর আগেও কয়েকবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি পাঠ্যবইসহ দেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কয়েকটি বই রচনা করেছেন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ