ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুড়িগ্রামে ইংরেজিতে দক্ষতা বাড়াতে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
কুড়িগ্রামে ইংরেজিতে দক্ষতা বাড়াতে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

কুড়িগ্রাম: ভীতি ও দুর্বলতা কাটাতে সহজ পদ্ধতিতে কুড়িগ্রামের ৩০ তরুণ ও তরুণীকে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের চামড়া গোলা এলাকায় অবস্থিত বেসরকারি এনজিও ‘গুড নেইবর বাংলাদেশ’ এর সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ সময় ‘গুড নেইবর বাংলাদেশ’ এর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্টর ম্যানেজার লিংকন রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য দেন উলিপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষণের ফেসিলিটেটর আবু যোবায়ের আল মুকুল, প্রোগ্রাম ম্যানেজার কালাম উদ্দিন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী তরুণ ও তরুণীদের মধ্যে একটি করে ডিকশনারি দেওয়া হয়।

এনজিও ‘গুড নেইবর বাংলাদেশ’ এর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্টর ম্যানেজার লিংকন রায় বাংলানিউজকে বলেন, ইংরেজি ভীতি ও দুর্বলতা কাটাতে সহজ পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে তরুণ ও তরুণীদের পরস্পরের সঙ্গে কনভারসেশন চালানোর দক্ষতা উন্নয়নে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।