ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৮ ঘণ্টা অফিস নীতিমালায় নেই: ইউজিসি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৮ ঘণ্টা অফিস নীতিমালায় নেই: ইউজিসি

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় প্রতিদিন আট ঘণ্টা অফিস করতে হবে তা খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।  

‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা-২০২২’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের পরিপ্রেক্ষিতে রোববার (০৭ আগস্ট) ইউজিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের টিচিং লোড নীতিমালা নিয়ে ইউজিসির ব্যাখ্যা শিরোনামে বিবৃতিতে বলা হয়, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা-২০২২’ নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।  

‘প্রকাশিত প্রতিবেদন বিষয়ে ইউজিসি’র ব্যাখ্যা নিম্নরূপ: প্রতিবেদনে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় প্রতিদিন আট ঘণ্টা অফিস করতে হবে’ এবং ‘শিক্ষা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার আগে অব্যাহতিপত্র জমা দিতে হবে’ শীর্ষক যে তথ্য প্রকাশ করা হয়েছে তা খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত নেই। ’ 

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা এ নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট আছেন। খসড়া নীতিমালা চূড়ান্ত হলে তা বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তবায়নের জন্য পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।