ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে নতুন ট্রেজারার অমিত রায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
খুবিতে নতুন ট্রেজারার অমিত রায় অমিত রায়

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন গভর্মেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।  

মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর ১৪ (১) ধারা অনুযায়ী গভর্মেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় চৌধুরীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষের কর্মমেয়াদ শেষ হওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে এ পদটি শূন্য ছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।