ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

১২ জানুয়ারি দুর্গাপুরে মেয়র পদে উপ-নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
১২ জানুয়ারি দুর্গাপুরে মেয়র পদে উপ-নির্বাচন

ঢাকা: আগামী ১২ জানুয়ারি নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা, দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া রিটার্নিং কর্মকর্তাকে পৌরসভা নির্বাচন বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই, আপিল দায়ের ও আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও প্রতীক বরাদ্দের সময়সূচি নির্ধারণ করে নির্বাচন কমিশনকে অবহিত করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২

ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।