ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রসিক নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
রসিক নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী 

রংপুর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী (নৌকা প্রতীক) হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ছাড়াও আরও ছয় প্রার্থী জামানাত হারিয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, নির্বাচনে জামানত টিকিয়ে রাখতে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হয়। রসিক নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬। সে হিসাবে তাদের অন্তত পেতে হতো ৩৪ হাজার ৩৯২ ভোট।

নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

জামানত হারানো অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশের কংগ্রেসের আবু রায়হান (১০ হাজার ৫৪৯ ভোট), জাকের পার্টির খোরশেদ আলম (৫ হাজার ৮০৯ ভোট), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল (২ হাজার ৮৬৪ ভোট), স্বতন্ত্র মেহেদী হাসান (২ হাজার ৬৭৯ ভোট), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র লতিফুর রহমান (৩৩ হাজার ৮৮৩ ভোট) ও জাসদের শফিয়ার রহমান (৫ হাজার ১৫৬ ভোট)।

নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৪৬ হাজার ৭শ ৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে জামানত টিকিয়ে রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।