ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রসিক নির্বাচন: ভোটগ্রহণে ধীরগতির কারণ খতিয়ে দেখবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
রসিক নির্বাচন: ভোটগ্রহণে ধীরগতির কারণ খতিয়ে দেখবে ইসি

ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতির কারণ খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২৭ অক্টোবর রসিক নির্রাচনে কিছু কিছু কেন্দ্রে ভোটগ্রহণে ব্যাপক ধীরগতি দেখা দেয়। ইভিএমে ভোট গড়ায় রাত ৮টা পর্যন্ত।

এ নিয়ে আনিছুর রহমান বলেন, ভোটগ্রহণে বিলম্বের কারণ খুঁজতে আমরা আগামী সপ্তাহে বসবো। সাংবাদিক যারা ঢাকা থেকে গিয়েছিলেন তাদের আমন্ত্রণ জানাবো। প্লাস যারা অবজারবার ছিলেন তাদের আমন্ত্রণ জানাবো। এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তা থাকবেন।

তিনি বলেন, একটা কেন্দ্রে সন্ধ্যা ৭টার সময়ও ৩০ জন ভোটার লাইনে ছিলেন। শেষ হতে হয়তো রাত ৮টা বেজে গেছে। এটা আমরা অতীতে দেখিনি। কেন হয়েছে এমন আগামী সপ্তাহে খতিয়ে দেখবো।

রসিক নির্বাচনে মেয়র জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা বিরাট ব্যবধানে দ্বিতীয়বাবের মতো জয়ী হন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।