ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি মানতে প্রার্থীদের ইসির ‘রেড নোটিশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
আচরণবিধি মানতে প্রার্থীদের ইসির ‘রেড নোটিশ’ ফাইল ছবি

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি মানতে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের চিঠি দিয়ে সতর্ক করলো নির্বাচন কমিশন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেও আজ সোমবার (১৫ মে) থেকে মাঠে থাকবেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

 

সোমবার (১৫ মে) সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আচরণবিধি মেনে চলার জন্য রোববার (১৪ মে) সব প্রার্থীদের চিঠি দিয়ে সতর্ক করেছি। এরপর কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার থেকে আচরণবিধি সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ তাদের অধিক্ষেত্র এলাকা পরিদর্শন করবেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেবে ইসি। এমনকি ওই প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে।

নির্বাচন কমিশন প্রণীত সিটি করপোরেশন নির্বাচন (আচরণবিধি) ২০১৬ এর ৫ অনুচ্ছেদে বলা আছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করবে পারবেন না। ৮ এর (১) অনুচ্ছেদে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধে বলা আছে, পোস্টার সাদা-কালো রঙের হতে হবে।

অথচ সরেজমিন দেখা গেছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই সম্ভাব্য প্রার্থীরা রঙিন ব্যানার-পোস্টার, ফেস্টুন, তোরণ দিয়ে নানাভাবে প্রচারণা চালিয়ে আসছেন। কেউ কেউ প্রতীকসহ প্রচারণা চালিয়েছেন। এসব দৃষ্টিগোচর হওয়ায় ব্যানার-পোস্টার অপসারণে ইসির নির্দেশনা থাকলেও কেউ আমলে নেননি। এমনকি বিভিন্ন যানবাহনেও মনোনয়ন সংগ্রহ করেছেন, এমন সম্ভাব্য প্রার্থীদের রঙিন পোস্টার সাঁটানো দেখা গেছে।

অবশেষে গত ৬ মে নির্বাচন কমিশনের কর্মকর্তারা অভিযানে নেমে সেসব প্রচারণা সামগ্রী কিছুটা সরিয়ে নেন। কিন্তু এরপরও ইসির প্রদত্ত নির্দেশনা আমলে নিচ্ছেন না অনেক প্রার্থী। ফলে এবার সরাসরি মনোনয়নপত্র সংগ্রহকারী সাত মেয়র প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৪০২ জনকেই চিঠি দিয়ে আচরণবিধি মানতে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আর ইসির এসব নির্দেশনা অমান্যকারীদের আচরণবিধির ৩১ নং অনুচ্ছেদে ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এমনকি আচরণবিধির ৩২ অনুচ্ছেদে প্রার্থিতাও বাতিলের বিধান রেখেছে ইসি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।