ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দক্ষিণ বিশুউড়া চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মে ২৫, ২০২৩
দক্ষিণ বিশুউড়া চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

নেত্রকোনা: বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশুউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রিজাইটিং অফিসার হোসনে আরা জানান, এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫৮৬ ও নারী ভোটার ৮৪৯৭ জন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান মো. সেলিম আজাদ গত ১৩ই মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।