ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নেত্রকোনার ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রানা বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মে ২৫, ২০২৩
নেত্রকোনার ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রানা বিজয়ী মো. নাসির উদ্দিন রানা

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. নাসির উদ্দিন রানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঢোল প্রতীক নিয়ে ৩ হাজার ৩৭৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৭৯ ভোট। অন্য দুই স্বতন্ত্র প্রার্থী খন্দকার আজিজুর রহমান আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৪৩৪ ভোট ও মো. দৌলত মিয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭২১ ভোট।  

নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোছা. হোসনে আরা নির্বাচন শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।