পটুয়াখালী: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর দুমকি উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়।
উপজেলার দুই ইউনিয়নে ১৮টি ভোট কেন্দ্রে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি, র্যাবের টিম এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
দুমকি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, প্রতিটি কেন্দ্রে সাত জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এবং ১৮ জন প্রিজাইডিং, ৯৬ জন সহকারী প্রিজাইডিং ও ১৯২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে। ব্যালট পেপারে সিল মারার পদ্ধতিতে এই দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, এ নির্বাচনে দুই নম্বর লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী আর পাঁচ নম্বর শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ২৮ হাজার ৫১৫ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে লেবুখালী ইউনিয়নে ১১ হাজার ৮১০ ও শ্রীরামপুর ইউনিয়নে ১৬ হাজার ৭০৫ জন।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসএম