ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে: জাপা প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে: জাপা প্রার্থী

ঢাকা: জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মেজর (অব.) সিকদার আনিসুর রহমান বলেছেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। দু’একটি জায়গা থেকে অনিয়মের অভিযোগ এলেও আমি সেখানে গিয়ে কোনো সমস্যা দেখিনি।

সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে। ভোটাররা ভোট দিতে আসছেন। তবে উপস্থিতি কিছুটা কম।  

তিনি আরও বলেন, দু’একটি কেন্দ্র থেকে অভিযোগ শোনার পর আমি নিজে গিয়ে দেখেছি, কোনো অনিয়ম পাইনি। শুধু তাই নয়, প্রতিটি কেন্দ্রেই আমার এজেন্ট রয়েছে। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।  

এর আগে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী সিকদার আনিসুর রহমান ঢাকা সেনানিবাস এলাকার শিশুমঙ্গল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সকাল ৮টা ৩০ মিনিটে ভোট দেন।  

এরপর সকাল ৯টা থেকে তিনি মানিকদী, ভাসানটেকসহ একাধিক কেন্দ্র পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসএমএকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।