ঢাকা: ঢাকা-১৭ আসনের মানিকদি এলাকায় অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন। এ প্রতিষ্ঠানে মোট চারটি কেন্দ্র৷ দুটি নারী কেন্দ্র ও দুটি পুরুষ কেন্দ্র।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর পর প্রথম চার ঘণ্টায় এ চারটি কেন্দ্রে ভোট পড়ে ৯৫৩টি৷ ভোট পড়ার হার ছিল ৭ দশমিক ৯৬ শতাংশ। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হচ্ছে৷ বিকেল ৩টা ৫০ মিনিটে এ চারটি কেন্দ্র থেকে তথ্য নিয়ে দেখা যায়, মোট ভোট পড়েছে ১ হাজার ৭২২টি। ভোটের হার ১৪ দশমিক ৩ শতাংশ৷
কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, এ কেন্দ্রগুলোতে সারা দিন ভোটারদের কোনো লাইন ছিল না। ভোটগ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিরা অলস বসে ছিলেন। হঠাৎ দু-একজন ভোটার এসেছেন৷ বিশেষ করে, নারী ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। এমন উপস্থিতি নিয়ে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরাও হতাশা প্রকাশ করেন।
একটি নারীকেন্দ্রের এক নম্বর কক্ষে প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৪১টি। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কাজী ইমরান বলেন, ভোটার উপস্থিতি কম। এ কেন্দ্রে ভোট পড়েছে ৩৭৫টির মতো। এ কেন্দ্রে ভোটার আছেন ২ হাজার ৯৮৫ জন।
ভোটার শামসুন্নাহার সুমি বলেন, নারীদের নানা কাজ শেষ করে ভোট কেন্দ্রে আসতে হয়। আজকেও এমনটিই হয়েছে। দুপুরের পরে এসে এখানে শান্তিতে ভোট দিতে পেরেছি। আমি এখানে ভোট কারচুপি হতে দেখিনি। শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে এখানে।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, নৌকা প্রতীকে প্রার্থিতা করছেন মোহাম্মদ এ আরাফাত; জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সিকদার আনিসুর রহমান; বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন লড়ছেন ডাব প্রতীকে; তা ছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আকতার হোসেন লড়ছেন ছড়ি প্রতীকে; জাকের পার্টির কাজী রাশিদুল হাসান লড়ছেন গোলাপ ফুল প্রতীকে; তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান লড়ছেন সোনালী আঁশ প্রতীকে; ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তরিকুল ইসলাম ভূইয়া; একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ নির্বাচনে তিনিই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন।
জানা যায়, নির্বাচনে সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ পাঁচজন, আনসারের দুইজন সদস্য থাকছে। এছাড়া অস্ত্র ছাড়া লাঠি হাতে আনসারের রয়েছে ১২ জন সদস্য। অন্যদিকে ঝূঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের দু'জন অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে পুলিশের ১০টি মোবাইল টিম পাঁচটি মোবাইল স্ট্রাইকিং টিম, র্যাবের ছয় টিম ও ছয় প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে ভোটের এলাকায়।
নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত ও সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় ১৫ জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছয়জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
গত ১৫ মে ঢাকা -১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে আসনটি গঠিত। এ নির্বাচনে ১২৪ ভোটকেন্দ্রে তিন লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএমআই/ইএসএস/এসসি/জেএইচ