ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন: জাপার মনোনয়ন পেলেন রাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন: জাপার মনোনয়ন পেলেন রাকিব

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি (জাপা) থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যার বড় ছেলে মুহাম্মদ রাকিব হোসেন।  

পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সোমবার (৯ অক্টোবর) তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন।

রাকিব জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সহসাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

দলীয় মনোনয়ন পেয়ে তিনি জাপা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বচনে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।  

এদিকে এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।  


গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।  

এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর।  

লক্ষ্মীপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।