ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকার যে আসন পেলেন জিএম কাদেরের স্ত্রী শেরীফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ঢাকার যে আসন পেলেন জিএম কাদেরের স্ত্রী শেরীফা

ঢাকা: আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে ৩২টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। ১৪ দরীয় জোটের তিন দলকে দেওয়া হয়েছে ৬টি আসন এবং জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে ২৬টি।

 

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আজ রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরও জানান, ১৪ দলের তিন দলকে যে ৬টি আসন দেওয়া হয়েছে তারা নৌকা মার্কা নিয়েই নির্বাচন করবেন।  

জাতীয় পার্টিকে রাজধানী ঢাকায় শুধু একটি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এটি হচ্ছে দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং বিমানবন্দর থানা ও ভাটারা থানার একাংশ উত্তরখান থানার এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী ও দলের নতুন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের। বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানকে সরিয়ে দিয়েছে আওয়ামী লীগ।

জাতীয় পার্টির জন্য যেসব আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ-
ঢাকা-১৮, ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩, নীলফামারী-৪, রংপুর-১, রংপুর-৩, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, গাইবান্ধা-১, গাইবান্ধা-২, বগুড়া-২, বগুড়া-৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়ি-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৮ ও নারায়ণগঞ্জ-৫।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।